Mission Vision

সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য শিক্ষার মূল ধারণার আমূল পরিবর্তনের দরকার আছে। অত্র পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ একনিষ্ঠ ভাবে কাজ করে চলেছে। এই ব্যাপারে নীতিগত পথনির্দেশিকাও প্রতিষ্ঠানে রয়েছে। শিক্ষাকে সর্বজনীন করার মধ্য দিয়ে সামাজিক সাম্যের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ মেলে। যদি সামাজিক ব্যবস্থায় এই মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হয় তবে বিনা সাহায্যপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে সমাজের অবহেলিত অংশ এবং দারিদ্র্যসীমার নীচের যথেষ্ট পরিমাণ ছেলেমেয়েকে ভর্তি নিয়ে শিক্ষাকে সর্বজনীন করার পথে এগিয়ে আসতে হবে। এটাই প্রতিষ্ঠানের মূলমন্ত্র। (ক) সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের সল্প খরচে মানসম্মত শিক্ষাপ্রদান। (খ) নিরলস জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা । (গ) শিক্ষার্থীদের চিন্তায়, চেতনায় এবং কর্মে সৃজনশীলতা, জনকল্যাণ ও মানব সেবাবোধ জাগ্রত করে তোলা । (ঘ) শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, নৈতিক, মানবিক, সামাজিক,আচরণিক ও ধর্মীয় মূল্যেবোধ জাগ্রত করা । (ঙ) শিক্ষার্থীদের মননে-কর্মে ব্যবহারিক জীবনে মূল্যবোধ ও চারিত্রিক গুনাবলি উম্মেষ ঘটানো । (চ) শিক্ষার্থীদের জাতীয় জীবনে সকল স্তরে নেতৃত্বদান ও কর্ম সম্পাদন যোগ্যতা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তোলা। (ছ) প্রত্যেক শিক্ষার্থীকে পরবর্তী উচ্চ শিক্ষার স্তরের জন্য উপযুক্ত করে গড়ে তোলা । (জ) ‘ডিজিটাল বাংলাদেশ’ একটি প্রত্যয়, একটি স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্র-ছাত্রীদের কর্মতৎপর হিসেবে গড়ে তোলা। (চ) শিক্ষার্থীদের জাতীয় জীবনে সকল স্তরে নেতৃত্বদান ও কর্ম সম্পাদন যোগ্যতা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তোলা। এইসব লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে অত্র বিদ্যালয়টি দেশ ও সমাজের কাছে একটি অনুকরণীয় মডেল হিসাবে উপস্থাপন করার অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ , শিক্ষক , শিক্ষার্থী ও অন্যান্য শুভাকাঙ্ক্ষী নিয়োজিত রয়েছেন।